দুর্গা পূজার সামগ্রী
░▒▓ দুর্গা পূজার সামগ্রী ▓▒░

❖ সামগ্রী ❖

কল্পারম্ভের দ্রব্য – সিন্দুর, পঞ্চবর্ণের গুড়িঁ, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চশষ্য, পঞ্চগব্য, ঘট ও কুণ্ডহাঁড়ি, দর্পণ ১, তেকাঠা ১, তীর ৪, একসরা আতপ তণ্ডুল, সশীষ ডাব ১, ঘটচ্ছাদন গামছা ১, বিষ্ঞুর ধুতি ১, কল্পনারম্ভের শাটী ১, চণ্ডীর শাটী ১, তিল, হরিতকী, পুষ্পাদি, চন্দ্রমালা, দধি, মধু, ঘৃত, চিনি, বড় নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটী ৩, ভোগের দ্রব্যাদি।

নবপত্রিকার দ্রব্য – কলাগাছ ১, কালকচুগাছ ১, হরিদ্রাগাছ ১, জয়ন্তীগাছ বা জয়ন্তীডাল ১, বেলডাল ১, ডালিমডাল ১, অশোকডাল ১, মানকচুগাছ ১, ধানগাছ ১, শ্বেত অপরাজিতা লতা, রক্তসূত্র, আলতা, বন্ধন করিবার পাটের দড়ি, কলারপেটো ২ খানা। যাঁহারা প্রতিপদ হইতে কল্পারম্ভ করিয়া প্রতিমার উপর বা ঘটে দূর্গার পূজা করেন তাঁহারা প্রতিপদ তিথি হইতে পঞ্চমী পর্য্যন্ত প্রত্যহ এই কয়টি দ্রব্য দিবেন। যাঁহারা প্রতিপদে মাত্র চণ্ডীপাঠের সঙ্কল্প করিয়া চণ্ডীর পূজা করেন, সপ্তমীর দিনে দুর্গাপূজার সঙ্কল্প করেন, তাঁহাদের এ সকল দ্রব্য দিবার প্রয়োজন হয় না। প্রতিপদে মাথাঘষা, ফুলেল তৈল, আতর, চিরুনি, গোলাপজল। দ্বিতীয়াতে মাথা বাঁধিবার পট্টডোর ১। তৃতীয়াতে দর্পণ, সিন্দুর, অলক্তক। চতুর্থীতে মধুপর্ক, কাংস্যবাটী, তিলক, অঞ্জন। পঞ্চমীতে অঙ্গরাগ, পট্টবস্ত্র, যথাশক্তি অলঙ্কার।

বোধনের দ্রব্য – বিল্ল্ববৃক্ষ বা ফলযুগ্ম সহিত বেলের ডাল ১, ঘট ১, একসরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা ১, সশীষ ডাব ১, তীর কাঠি ৪, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বোধনের শাটী ১, বিল্ল্ববৃক্ষ পূজার ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২ (বিল্ববৃক্ষ পূজা কেহ কেহ দশোপচারে করেন)। দধি, ঘৃত, পুষ্পাদি, তিল, হরিতকী, মাষভক্তবলি ১, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, ছুরি ১, চন্দ্রমালা ১, ভোগের দ্রব্যাদি, আরতি।

আমন্ত্রণের দ্রব্য – আমন্ত্রণের শাটী ১, আসনাঙ্গুরীয়ক ১, (একদিনে বোধন ও আমন্ত্রণ হইলে একটি মাত্র ষোড়শোপচারেই পূজা হইয়া থাকে)। মধুপর্কের বাটী ১, দধি, মধু, চিনি, ঘৃত, পুষ্পাদি, নৈবেদ্য ১, তিল, হরিতকী ১।

অধিবাসের দ্রব্যাদি – তৈলহরিদ্রা, মহী (গঙ্গামৃত্তিকা), গন্ধ, শিলা (নুড়ি), ধান্য, দূর্ব্বা, পুষ্প, ফল (অখণ্ড কদলী একছড়া), দধি, ঘৃত, স্বস্তিক (পিটুলি নির্মিত), সিন্দূর, শঙ্খ, কজ্জল, রোচনা (গোরোচনা), শ্বেতসর্ষপ), স্বর্ণ, রৌপ্য, তাম্র, দর্পণ, অলক্তক (আলতা), হরিদ্রাসূত্র, লৌহ, চামর, দীপ, তীর, আরতি।

সপ্তমী পূজার দ্রব্য – গুরু, পুরোহিত, পূজক ও আচার্য্যবরণবস্ত্র ৪ জোড়া, বরণাঙ্গুরীয়ক ও যজ্ঞোপবীত ৪, তিল, হরিতকী, পুষ্প প্রভৃতি, ঘট ১, সশীষ ডাব, দুই সরা আতপ তণ্ডুল বা ধান্য, বিল্বপত্র, কুণ্ডুহাঁড়ি ১, তেকাঠা ১, প্রধানদীপ ১, দর্পণ ১।

মহাস্না্নের দ্রব্য – তৈল, হরিদ্রা, দন্তকাষ্ঠ, অক্টকলস ৮, সহস্রধারা ১, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চশস্যচূর্ণজল, পঞ্চকষায়, শিশিরোদক, ইক্ষুরস, বেশ্যাদ্বারমৃত্তিকা, গজদন্তমৃত্তিকা, বরাহদন্তমৃত্তিকা, গঙ্গামৃত্তিকা, চতুষ্পথমৃত্তিকা, রাজদ্বারমৃত্তিকা, বল্মীকীমৃত্তিকা, বৃষশৃঙ্গমৃত্তিকা, নদীর উভয়কূলমৃত্তিকা, পর্ব্বতমৃত্তিকা, তিলতৈল, বিষ্ণুতৈল, উষ্নোদক, নারিকেলোদক, সর্ব্বৌষধি, মহাষৌধি, পঞ্চরত্নমিশ্রিত জল, মাগরোদক, পদ্মরেণুদক, দুগ্ধ, মধু, কর্পূর, অগুরু, চন্দন, কুম্কুম, বৃষ্টিজল, ফলোদক (ডাবের জল), সরস্বতী (নদীর)জল, নির্ঝরোদক, সপ্তসমুদ্রের জল।

অন্যান্য দ্রব্য – পঞ্চগুঁড়ি, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, সিন্দুর, ঘটাচ্ছাদন গাম্যছা ২, আরতির গামছা ১, শ্বেতসশর্ষপ, মাষকলাই, জবাপুষ্প, কুচা নৈবেদ্য, আসনাঙ্গুরীয়ক ৪০ বা ২২, মধুপর্কের বাটী ৪০ বা ২২ বা ১, মধু, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, প্রধান নৈবেদ্য ১, নবপত্রিকার পরিধেয় শাটী, নবপত্রিকা পূজার শাটী ৯ বা ১, মূলপূজার শাটী, লক্ষী, সরস্বতী, চণ্ডী, কার্ত্তিকেয়, গণেশ, শিব, বিষ্নু, নবগ্রহ ৯ বা ১, ময়ূর, মূষিক, সিংহ, অসুর, মহিষ, বৃষ, সর্প, জয়া, বিজয়া, বিষ্নু, শিব ও রাম প্রত্যেকের বস্ত্র, অর্ঘ্য, চন্দ্রমালা, থালা ১, ঘটি ১, নথ, লোহা, শঙ্খ ২, সিন্দুরচূবড়ি ১, পুষ্পমাল্য, বিল্বপত্রমালা, রচনার দ্রব্যাদি, ফলমূলাদি, ভোগের দ্রব্যাদি, আরতি। ছাগাদি বলির দ্রব্য, অনেকে শেষ দিনে হোম করেন, তাঁহাদের জন্য হোমের দ্রব্য।

হোমের দ্রব্য – বালি, কাষ্ঠ, খোড়কে, গোময়, কুশ, ঘৃত এক সের, বিল্ল্বপত্র ১০৮, পূর্ণপাত্র ১।

অষ্টমী পূজা – মহাস্নান দ্রব্য, দন্তকাষ্ঠ ১, বস্ত্র পূর্ব্বদিনের ন্যায়, অথবা একমাত্র মূল পূজার শাটী ১, পুষ্প প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৪০, ২২ বা ১, মধুপর্কের বাটী ঐ, দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, কুচা নৈবেদ্য ৪, চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, বিল্বপত্রমাল্য, থালা ১, ঘড়া বা ঘটি ১, নথ ১, লোহা, শঙ্খ ২, রচনা, সিন্দুরচুবড়ি ১। (নন্দিকেশর মতে – নবঘট, নবপতাকা) ভোগের দ্রব্যাদি, আরতি।

সন্ধি পূজা – পুষ্প প্রভৃতি, স্বর্ণাঙ্গুরীয়ক ১, মধুপর্কের কাংস্যবাটী ১, দধি, চিনি, মধু, ঘৃত, চেলীর শাটী ১, প্রধান নৈবেদ্য ১, কুচা নৈবেদ্য ১, থালা ১, ঘড়া ১, লোহা ও নথ ১, শাটী ১, বালিশ ১, মাদুর ১, চন্দ্রমাল্য ১, থালা ১, দীপ ১০৮, ভোগের দ্রব্যাদি আরতি।

নবমী পূজা – মহাস্নানের দ্রব্য, দন্তকাষ্ঠ, পুষ্প প্রভৃতি, বস্ত্র, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটী, (পূর্ব্বের ন্যায় অথবা মূলপূজা ও চন্ডীর শাটী মাত্র), দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, কুচা নৈবেদ্য ৪, থালা ১, ঘটি ১, সিন্দুরচুবড়ি ১, লোহা, শঙ্খ, নথ, চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, রচনা, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র, হোমের দ্রব্যাদি, পূর্ণপাত্র, আরতি, কুমারী পূজা, দক্ষিণা।

দশমী পূজা – সকালে দশোপচারে পূজা, গন্ধ, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, দধি, মুড়কী, মিষ্টান্ন, সিদ্ধি, আরতি।

★·.·´¯`·.·★ ✿ ★·.·´¯`·.·★


যে কোনও সাধারণ ওয়েবসাইট তৈরি করতে এবং যে কোনও ধরণের বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। ✩ যোগাযোগ - ৯০৬৪৯২৪০৬০ ✩ ইমেল - snbspnd@gmail.com