❈ পাণ্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ ❈
✵ দুর্গাপূজার ইতিকথা ✵
শাবল, গাইতি, কোদাল আর ঝুড়ি হাতে তুলে নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পূজার স্থান, আগাছা পরিস্কার ও মাটিকেটে সমতল করা, ছোট মাচা তৈরি করে একের পর এক লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলতে থাকে। দুর্গাপূজা কমিটির দায়িত্বে প্রথমেই পুরোহিত শ্রী গোঁসাই দাস আচার্য্য, মৃৎশিল্পী শ্রী প্রেমনাথ সূত্রধর, প্যান্ডেল শ্রী তাপস হালদার এবং লাইট শ্রী মোহিত কোটাল -এর সঙ্গে যোগাযোগ করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চাঁদা তোলা ও একই সঙ্গে আনুসাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করে চলতে থাকে পূজার আয়োজন। মহালয়ার দিন সকাল পাড়ার ছোটবড়, মহিলা-পুরুষ সকলেই একসাথে প্রত্যক্ষ দায়িত্ব পালন করার জন্য একনিষ্ঠ ভাবে কর্মপ্রয়াস চলতে থাকে। কেউ ফ্লেক্সের কাজ কেউ বা আবার লেখালেখি, ছবি আঁকা তো, কেউ রাত জেগে সঙ্গ দেওয়া এভাবেই তৈরি হলো দুর্গা মণ্ডপ “সহজ পাঠ” থিম উদ্বোধন করলেন স্বামী সত্যানন্দজি মহারাজ মহাষষ্ঠীর দিন। মহাষষ্ঠী-মহাসপ্তমী-মহাঅষ্টমী-মহানবমী-বিজয়ার অন্তিম দিনে সকলে মিলে প্রতিমা নিরঞ্জন পরে খিচুরীভোগ বিতরণ। কয়েকটি দিন সকলে মিলে এক পরিবারের মতো দুর্গোৎসব-এর সেই পরমানন্দ সবাইকে শিখিয়ে দিয়ে গেল পুজোর মাহাত্ম্য বা ভাষার কোনদিন প্রকাশ করতে পারবো না। একই কথা সবার মুখে আসছে বছর আবার হবে......
ঠিক দুর্গোৎসব শেষ হওয়ার পর আমাদের সমস্ত সদস্যদের প্রচেষ্টায় দুর্গা-তলায় আলোক স্তম্ভ, বৃক্ষরোপন এবং গ্রাম-পঞ্চায়েতের পূর্ণসহযোগীতায় রাস্তায় দিকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়। এছাড়া মকরসংক্রান্তির মেলায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। যদিও সম্পূর্ণ পূজা সম্পন্ন করা পর্যন্ত অনেক বাধাবিপত্তি এবং অসহযোগিতা এসেছে। তা সত্বেও আমাদের সদস্যদের একাগ্রতা, মনোবল এবং উদ্দীপনার কাছে সেই বাধা হার মেনে আমাদের চূড়ান্ত সাফল্য এই দুর্গাপূজার মাধ্যমে প্রকাশ পেতে চলেছে ।
PRESIDENT
Mr. Hiralal Khandayit
VICE PRESIDENT
Mr. Jaharlal Rakshit
SECRETARY
Mr. Dipak Paul
INTERNAL AUDITOR
Mr. Dinubandhu Pal
TREASURER
1. Mr. Chandan Pal
2. Mr. Debashis Bag
ADVISORS
1. Mr. Dulal Chandra Ghosh
2. Mr. Abhijit Ghosh
3. Mr. Tapan Khandayit
4. Mr. Ajoy Gorai