দূর্গা পূজার সময়সূচী - ২০২৫


✤ শ্রীশ্রী দুর্গা মহাষষ্ঠী ✤
১১ই আশ্বিন ১৪৩২, ইংরাজী ২৮শে সেপ্টেম্বর ২০২৫, রবিবার, পূর্ব্বাহ্ন ঘ ৯।২৯ । মহাষষ্ঠী দিবা ঘ ১০৷৪৩ পর্য্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী ৷ পূর্ব্বাহ্ন মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস।


✤ শ্রীশ্রী দুর্গা মহাসপ্তমী ✤
১২ই আশ্বিন ১৪৩২, ইংরাজী ২৯শে সেপ্টেম্বর ২০২৫, সোমবার, পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৯।মহাসপ্তমী দিবা ঘ ১২।২৮ পর্য্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা ৷পূর্ব্বাহ্ন মধ্যে দ্যাত্মক-চরলগ্নে ও চরনবাংশে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্হাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। দেবীর গজে আগমন। ফল - শস্যপূর্ণা বসুন্ধরা । রাত্রি ঘ ১১।৪ গতে ১১।৫২ মধ্যে শ্রীশ্রী দূর্গাদেবীর অর্দ্ধরাত্রবিহিতপূজা।


✤ শ্রীশ্রী দুর্গা মহাষ্টমী ✤
১৩ই আশ্বিন ১৪৩২,ইংরাজী ৩০শে সেপ্টেম্বর ২০২৫ , মঙ্গলবার। পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৯ । মহাষ্টমী দিবা ঘ ১৷৪৫ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস৷
সন্ধিপূজা -দিবা ঘ ১৷২১ গতে ঘ ২৷৯ মধ্যে সন্ধিপূজা। দিবা ঘ ১|২১ গতে সন্ধিপূজারম্ভ।দিবা ঘ ১|৪৫ গতে বলিদান। দিবা ঘ ২|৯ মধ্যে সন্ধিপূজা সমাপন।


✤ শ্রীশ্রী দুর্গা মহানবমী ✤
১৪ই কার্ত্তিক ১৪৩২, ইংরাজী ১লা অক্টোবর ২০২৫, বুধবার, পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৯ । মহানবমী দিবা ঘ ২।৩৬ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮৷২৯ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।


✤ শ্রীশ্রী দুর্গা বিজয়াদশমী ✤
১৫ই কার্ত্তিক ১৪৩২, ইংরাজী ২রা অক্টোবর ২০২৫,বৃহস্পতিবার,পূর্ব্বাহ্ন মধ্যে দিবা ঘ ২৷৩৬ পর্য্যন্ত।পূর্ব্বাহ্ন মধ্যে দ্যাত্মক-চরলগ্নে ও চরনবাংশে, শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।দেবীর দোলায় গমন।ফল-মকড়। কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা।বিজয়াদশমীকৃত্য।



দেবীর গজে আগমন। ফল - শস্যপূর্ণা বসুন্ধরা।
দেবীর দোলায় গমন। ফল - মড়ক।


★•.•´¯`•.•★ ✿ ★•.•´¯`•.•★

যে কোনও সাধারণ ওয়েবসাইট তৈরি করতে এবং যে কোনও ধরণের বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। ✩ যোগাযোগ - ৯০৬৪৯২৪০৬০ ✩ ইমেল - snbspnd@gmail.com