দূর্গা পূজার সময়সূচী - ২০১৯


☰ শ্রীশ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘন্ট ১৪২৬ বঙ্গাব্দ, ইংরাজী ২০১৯ সাল ☰

পাণ্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ


❖ শ্রীশ্রী দুর্গা মহাপঞ্চমী ❖
১৬শে আশ্বিন, ১৪২৬ (ইং ৩রা অক্টোবর, ২০১৯) বৃহস্পতিবার পঞ্চমী দিবা ঘ ৬/২৮। সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন।


❖ শ্রীশ্রী দুর্গা মহাষষ্ঠী ❖
১৭ই আশ্বিন, ১৪২৬ (ইং ৪ঠা অক্টোবর, ২০১৯) শুক্রবার শ্রীশ্রী দুর্গা ষষ্ঠী দিবা ঘ ৮/২৯ মধ্যে। সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।


❖ শ্রীশ্রী দুর্গা মহাসপ্তমী ❖
১৮ই আশ্বিন, ১৪২৬ (ইং ৫ই অক্টোবর, ২০১৯) শনিবার সপ্তমী দিবা ঘ ৭/০ গতে ৯/২৮ মধ্যে। শ্রীশ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্হাপন, এবং সপ্তমী পূজারম্ভ।


❖ শ্রীশ্রী দুর্গা মহাষ্টমী ❖
১৯শে আশ্বিন, ১৪২৬ (ইং ৬ই অক্টোবর, ২০১৯) রবিবার দিবা ঘ ৯/২৮ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ পূজা প্রশস্তা। সন্ধি পূজা – দিবা ঘ ১০/৩০ গতে, সন্ধি পূজারম্ভ দিবা ঘ ১১/১৯ মধ্যে সন্ধিপূজা সমাপন।


❖ শ্রীশ্রী দুর্গা মহানবমী ❖
২০শে আশ্বিন, ১৪২৬ (ইং ৭ই অক্টোবর, ২০১৯) সোমবার নবমী দিবা ঘ ৩/২৯। পূর্বাহ্ন ৯টা ২৭মিঃ। মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর মহানবম্যাদিকল্পরম্ভা ও পূজা প্রশস্তা।


❖ শ্রীশ্রী দুর্গা বিজয়াদশমী ❖
২০শে আশ্বিন, ১৪২৬ (ইং ৮ই অক্টোবর, ২০১৯) মঙ্গলবার ৮টা ২৯মিঃ গতে, ৯টা ২৮মিঃ মধ্যে বিজয়াদশমী পূজা প্রশস্তা বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা।



☰ দেবীর নৌকায় আগমন, দেবীর ঘোটকে গমন। ☰

★•.•´¯`•.•★ ✿ ★•.•´¯`•.•★

যে কোনও সাধারণ ওয়েবসাইট তৈরি করতে এবং যে কোনও ধরণের বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। ✩ যোগাযোগ - ৯০৬৪৯২৪০৬০ ✩ ইমেল - snbspnd@gmail.com