পূ্র্ব প্রস্তুতি – ২০১৭

 পূ্র্ব প্রস্তুতি – ২০১৭



পান্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ দুর্গাপুজো কমিটি রথযাত্রার দিন খুঁটিপুজোর মাধ্যমে তাঁদের ১ ম বর্ষের দুর্গোৎসবের সূচনা করলেন। প্রথমবার তাদের কাছে এই পুুজার উদ্দিপনা চরমপর্যায়ে, অন্যান্য পুজো কমিটির সঙ্গে পাল্লা দিয়ে প্রথম বারেই স্বল্প বাজেটে সকল সদস্যবৃন্দের পরিশ্রম ও একাগ্র মনোভাব এই দুর্গাপুজো কমিটি থিমের পুজো প্যান্ডেল তৈরি করে চমক সৃষ্টি করতে পারবে সেই বিশ্বাস ছিল, পান্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ দুর্গাপুজো কমিটির বিশ্বাস তাঁদের অভিনবত্বে ভরা পুজো প্যান্ডেল পান্ডবেশ্বর অঞ্চলের দর্শকদের যথেষ্ট আগ্রহ সৃষ্টি করবে।
অ আ শেখেনি তো কথা কওয়া কবিগুরুর সহজপাঠ এর মাধ্যমে পুজো ও থিমের হাতেখড়ি।
কথায় বলে মানুষ কি পারেনা উত্তর মেরু থেকে আমাজন - খুঁজলে মানুষের আবিস্কারের সন্ধান মিলবে সব জায়গাতেই। আর বাঙালি যেখানেই যাবে শিকড়ের টানে নিজের ঐতিহ্যটুকু সঙ্গে নিতে ভুলবে না। প্রমাণ, বিশ্বকবির সৃষ্টি সহজপাঠ থিম দুর্গাপুজোয়। ১ম বছর ‘দুর্গা উৎসব'-এর মধ্যে দিয়ে প্রথম পুজোর (Durga Puja) সূচনা। আর প্রথম বছরেই সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধনে এই পুজো সকলের মন জয় করে নেয়। কেবল মাত্র সদস্যবৃন্দের মধ্যে আবদ্ধ না থেকে এই থিমসজ্জায় কচিকাচা থেকে মহিলা, সকলের শিল্পকর্ম এই ভাবনাকে মোহিত করেছিল। আর এবার পুজোয় থিমের ছোঁয়া। এই প্রথম পান্ডবেশ্বর এলাকায় কোনও থিমের দুর্গাপুজো হল। পুজোর উদ্যোক্তাদের সর্বস্থানে সুক্ষ্যাতি প্রমান করে
পান্ডবশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ র ১ম দুর্গাপূজা।

Your slider in a simple web page

যে কোনও সাধারণ ওয়েবসাইট তৈরি করতে এবং যে কোনও ধরণের বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। ✩ যোগাযোগ - ৯০৬৪৯২৪০৬০ ✩ ইমেল - snbspnd@gmail.com