অ আ শেখেনি তো কথা কওয়া কবিগুরুর সহজপাঠ এর মাধ্যমে পুজো ও থিমের হাতেখড়ি। কথায় বলে মানুষ কি পারেনা উত্তর মেরু থেকে আমাজন - খুঁজলে মানুষের আবিস্কারের সন্ধান মিলবে সব জায়গাতেই। আর বাঙালি যেখানেই যাবে শিকড়ের টানে নিজের ঐতিহ্যটুকু সঙ্গে নিতে ভুলবে না। প্রমাণ, বিশ্বকবির সৃষ্টি সহজপাঠ থিম দুর্গাপুজোয়। ১ম বছর ‘দুর্গা উৎসব'-এর মধ্যে দিয়ে প্রথম পুজোর (Durga Puja) সূচনা। আর প্রথম বছরেই সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধনে এই পুজো সকলের মন জয় করে নেয়। কেবল মাত্র সদস্যবৃন্দের মধ্যে আবদ্ধ না থেকে এই থিমসজ্জায় কচিকাচা থেকে মহিলা, সকলের শিল্পকর্ম এই ভাবনাকে মোহিত করেছিল। আর এবার পুজোয় থিমের ছোঁয়া। এই প্রথম পান্ডবেশ্বর এলাকায় কোনও থিমের দুর্গাপুজো হল। পুজোর উদ্যোক্তাদের সর্বস্থানে সুক্ষ্যাতি প্রমান করে পান্ডবশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ র ১ম দুর্গাপূজা।
|