Social Work – 2018

 শীতবস্ত্র বিতরন – ২০১৮

✤ শীতবস্ত্র বিতরনে পাণ্ডবেশ্বর পাণ্ডবনাথ মন্দিরে পৌষ মেলায় – ২০১৮ ✤

পরিবেশ সুসজ্জিত করতে সমাজ ও সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্বতিতেই সৃজনশীলের কয়েকটি স্তর রয়েছে। তাই সবকিছুকে ব্যবহারিক বিশ্লেষণের জায়গায় অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ মেধাভিত্তিক। তাই সমাজর সুবিধার্থে বিভিন্ন লাভজনক বা অলাভজনক সংগঠন ও ব্যবস্থাপনা মাধ্যমে সেবা বা পরিসেবা কিম্বা সহায়তার চেষ্টা করার পদ্ধতি বারে বারে দেখতে পায়। সেইরকম প্রচেষ্টার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে উপস্থাপন করা হয় আমাদের নামুপাড়া অধিবাসীবৃন্দ কতৃক। যা উদ্দীপক তৈরী সহ সব জায়গায় ব্যবহার হতে পারে। আমাদের এই সংগঠন দ্বারা ১) বৃক্ষরোপণ ২) বস্ত্র বিতরন ৩) গ্রীষ্মে নাম-সংকীর্তন দলকে জলখাবার ব্যবস্থা ৪) দীন ও অসহায় দের পাশে দারানো এবং চিকিৎসার ব্যবস্থাপনা। আশা করি সবাই একে অপরের জন্য এই ভাবনায় পরোপকারী কাজের দ্বারা শ্রেষ্ঠ সমাজ গঠনে সহযোগিতা করবে।


যে কোনও সাধারণ ওয়েবসাইট তৈরি করতে এবং যে কোনও ধরণের বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। ✩ যোগাযোগ - ৯০৬৪৯২৪০৬০ ✩ ইমেল - snbspnd@gmail.com















Home